রাঙ্গুনিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের অধীন পেইড পিয়ার ভলান্টিয়ারদের (পিপিভি) প্রকল্প শেষ হওয়ার পর চাকরিচ্যুত কর্মীদের পাওনা টাকা না দেয়ায় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছেন কর্মীরা। গতকাল বুধবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানকে স্মারকলিপি দিয়েছেন ৪৭ জন নারী কর্মী। এসময় ইউএনও পরিবার পরিকল্পনা কর্মীদের দ্রুততম সময়ে এই বিষয়ে সমাধানের আশ্বাস দেন।
পিপিভি ফাতেমা জান্নাত ডলি বলেন, দীর্ঘদিন ধরে আমরা মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। দৈনিক হিসেবে সামান্য বেতনে আমরা চাকরি করেছি। এ বছরের জুন মাসে আমাদের প্রকল্প হঠাৎ বন্ধ করে দেয়া হয়। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু দুঃখের বিষয় ২০২১ সাল থেকে এ বছরের জুন পর্যন্ত নিজেদের খরচে করা উঠান বৈঠকের টাকা আমরা পাইনি। অথচ পার্শ্ববর্তী রাউজান উপজেলাসহ সারাদেশের কর্মীরা জুনের আগে পেয়ে গেছে। প্রতি মাসে উঠান বৈঠকের জন্য ১ হাজার ৫০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে। উঠান বৈঠকে নব দম্পতি, গর্ভবতী ও কিশোর–কিশোরীদের সচেতন করার জন্য আলোচনা করা হয়। পিপিভি কামরুন নাহার হেনা বলেন, কর্মকর্তার গাফলতির কারণে উঠান বৈঠকের টাকাটা আমরা পাচ্ছিনা। আমাদের ন্যায্য পাওনা না পেলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিক্যাল অফিসার কাজী লামিয়া শারমিন বলেন, আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। টাকা কেন পাচ্ছেনা আমি জানিনা।