রাঙ্গুনিয়ার নির্মাণ করা হচ্ছে নতুন তিন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। উপজেলার সরফভাটা, পারুয়া ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে পরিষদ কমপ্লেক্স ভবন তিনটি হতে যাচ্ছে। এতে উচ্ছ্বসিত এসব ইউনিয়নের বাসিন্দারা।
জানা যায়, ভাড়া ঘরে পরিচালিত হয়ে আসছে সরফভাটা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরিতে। এছাড়া জরাজীর্ণ ভবনে দীর্ঘদিন ধরে পারুয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছে। নিজস্ব স্থায়ী ভবন না থাকায় এসব এলাকার জনসাধারণের সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। অবশেষে নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ হলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার পারুয়া ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হচ্ছে। এ সময় কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম। উপস্থিত ছিলেন সহ–উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার নাজিম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী অপু দাশ, সেকান্দর হোসেন, মো. ইসমাইল মেম্বার, পাভেল হাসান, মো. হারুন, মো. তবারক প্রমুখ। উপজেলা প্রকৌশলী জানান, নতুন তিন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণে জায়গা নির্ধারণ শেষে এখন সয়েল টেস্ট করা হচ্ছে। এরপর ডিজাইন ও বাজেট নির্ধারণ করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে টিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। আশাকরি চলতি বছরের মধ্যেই মূল ভবনের কাজ শুরু হবে।