রাঙ্গুনিয়ায় দেয়ালে দেয়ালে পরিবর্তনের রং

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে এঁকে চলেছেন পরিবর্তনের রঙ। এতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। যেখানে ফুটে উঠেছে ছাত্রজনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবি ও স্লোগান। এর বাইরেও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতার কাজও করছেন তারা। তাদের এমন কর্মযজ্ঞ প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গোচরা ও শান্তিরহাট বাজার এলাকায় শিক্ষার্থীদের কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লালসবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। গোচরা বাজারে সড়কের দুই পাশে কাদার জন্য মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছিলো। সেখানে সড়কের দুই পাশে কাদামাটি, আবর্জনা সরিয়ে বালি দিয়ে সাধারণ মানুষ চলাচলের উপযোগী করা হয়েছে। পাশাপাশি কাপ্তাই সড়কে যানজট, বিশৃঙ্খলা নিরসনে কাজ করতে দেখা গেছে তাদের। একইভাবে উত্তর রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুলকলেজে শিক্ষার্থীদের এই কর্মযজ্ঞ দেখা গেছে। এছাড়া রাঙ্গুনিয়া থানা গেইট, ভাঙচুর করা ট্রাফিক পুলিশ বক্স ও আশেপাশের দেয়ালে লাগানো পোষ্টার অপসারন শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে রাঙ্গুনিয়া মহিলা কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা। তাদের সহযোগিতা করেন সামাজিক সংগঠন নূরের আলো একতা সংঘ। শিক্ষার্থীদের রঙতুলির আঁচড়ে বিভিন্ন দেয়ালগুলো বদলে গেছে। পোমরায় শিক্ষার্থীদের সমন্বয়ে থাকা ব্যাংকার ইয়াছিন আরফাত চৌধুরী জানান, দেয়ালে গ্রাফিতি অংকন, সড়কে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে কয়েকশ শিক্ষার্থী। তারা সবাই পোমরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পোমরা ও রাঙ্গুনিয়ার সন্তান। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
পরবর্তী নিবন্ধসংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ