রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

যুবলীগ নেতা গুরুতর আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের সাথে কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবলীগ নেতা। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বটতল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্যের নাম মো. হেলাল উদ্দিন (৩৮)। সে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ওই এলাকার করিম উল্লাহর ছেলে। অন্যদিকে আহত যুবলীগ নেতার নাম মো. নুরুন্নবী (৪০)। তিনি রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। বর্তমানে সে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউপি সদস্য হেলাল ও আহত নুরুন্নবী কাঠ ব্যবসায় অংশীদার ছিলেন। সোমবার দুপুরে শিলক ইউনিয়ন থেকে কিছু গাছ মাপঝোঁক করে দুজনেই পদুয়ার দিকে ফিরছিলেন। কালিন্দিরানী সড়কপথে শিলক থেকে ফেরার পথে পদুয়ার বটতল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাঠবাহী জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইউপি সদস্য হেলালকে মৃত ঘোষণা করেন এবং নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, কাঠ বোঝাই চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার
পরবর্তী নিবন্ধসেই শাবকটির চিকিৎসা চলছে চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে