‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’–এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–২ এর আয়োজনে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। সভাপতিত্ব করেন শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদুল আলম। শিক্ষক সুজন চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জয়নুল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক জাফর উদ্দিন, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক অনুভা রাণী বড়ুয়া, এস এম ওসমান গণি, রাজু প্রসাদ বড়ুয়া, জেসমিন সুলতানা, আবদুল হামিদ, লক্ষী বড়ুয়া, এস এম এরশাদ মাহমুদ, জ্যোৎস্না আক্তার, আমিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, ফয়সাল আলম প্রমুখ। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।