রাঙ্গুনিয়ার সরফভাটার মীরেরখীলে দিনে–দুপুরে একটি বাড়িতে হামলা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে সরফভাটা ইউনিয়নের মীরেরখীলের নবী মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে মীরেরখীল এলাকার মো. রায়হান, আবদুল আদুল আলম, মাহবুবুল আলম, মো. আজিজ, মো. মিজান ও মো. হোসেন। অভিযোগকারী খুরশিদা বেগম বলেন, অভিযোগপত্রে উল্লেখিত ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ আমাদের বসতবাড়ীর আঙ্গিনায় এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গেইট, জানালা এবং বেড়ার টিনে আঘাত করে। পরবর্তীতে বিবাদীগণ আমাদের ঘরে ঢুকে ভাংচুর চালায় এবং আমার ঘরের আলমিরায় থাকা ৮ ভরি পরিমাণ স্বর্ণ, নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা লুট করে। পরে হামলাকারীরা মোটরের লাইন এবং বিদ্যুতের লাইন কেটে দেয়। ঘরের থাকা সকল জিনিসপত্র এলোমেলো করে ফেলে। আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে চলে যায়। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।