রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় মো. ইকবাল হোসেন (৩৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে যখম করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলমশাহপাড়া কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইকবাল একই এলাকার মো. হোসেনের ছেলে।
অন্যদিকে মামলায় অভিযুক্ত বিবাদীরা হলেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন (৪০) ও মো. শাহ আলম (৫০) এবং জামাল উদ্দিনের স্ত্রী নিপা আক্তার (৩৫)। এরমধ্যে গত বুধবার রাতে জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে কথা হয় আহত দিনমজুর ইকবাল হোসেনের সাথে। তিনি এখনো চট্টগ্রাম ম্যাডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তার মাথায় গুরুতর গভীর যখম হয়েছে। সারা শরীরে আঘাতের তীব্র ব্যাথায় কাতরাচ্ছেন তিনি। তিনি জানান, গেল ৩০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে স্থানীয় নুরুল আলমের (৬০) পুরাতন বসতঘরে গাছ কাটা শ্রমিক হিসেবে গিয়ে কাজ করছিলেন তিনি। বিকাল চারটা ১০ মিনিটের দিকে অভিযুক্তরা অতর্কিতভাবে এসে তাকে শার্টের মধ্যে ধরে ফেলে। একপর্যায়ে পাশে থাকা তার গাছ কাটার কুড়াল দিয়ে মাথার মাঝ বরাবর কোপ মারে।