রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চারাবটতল তাহেরিয়া ছাবেরিয়া এন.এ. সুন্নিয়া নূরানী মাদ্রাসায় বই বিতরণ করা হয়। গতকাল ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আ.ত.ম.লিয়াকত আলী। উদ্বোধক ছিলেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ আমির হোসাইনের সভাপতিত্বে ও ইব্রাহিম রেজা মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এম এ জলিল, মো. আব্দুল খালেক, মাহমুদ সাইদুল হক, রাহাতুল্লাহ মামুন, ফরিদ আহমদ, মো. ওসমান গনি সুমন, মো. ইসাক, মোহাম্মদ পারভেজ, মো. কাউসার প্রমুখ। উল্লেখ্য, ফিতা কেটে মাদ্রাসার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, আশেপাশে কয়েকগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার দীর্ঘদিনের অভাব এই প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।পরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।