রাঙ্গুনিয়ায় তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাইতুল ইজ্জাহ তাহফীজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাকের হোসাইন, সাংবাদিক জগলুল হুদা, যুবলীগ নেতা শওকত চৌধুরী, সোহেল খান, মো. ফোরকান, মো. ইকবাল প্রমুখ। শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।












