রাঙ্গুনিয়ায় জেলের জালে উঠে এসেছে সামাপ্রু মারমা (৬৫) নামে এক নারীর মৃতদেহ। গতকাল শনিবার ভোর ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রিজের সরফভাটা অংশে কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামাপ্রু মারমা রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ৯৬নং কলমপতি ইউনিয়নের বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।
উদ্ধারকারীরা জানান, জেলেরা লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যান। লাশের সাথে একটি ব্যাগের ভেতর জাতীয় পরিচয়পত্র, ৭–৮ হাজার টাকা এবং মূল্যবান গহনা পাওয়া গেছে। পুলিশের কাছে এসব হস্তান্তর করেছেন তারা।
নিহতের মেয়ের জামাই কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের সাথে কথা বলে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।