বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন শাখার কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি কামাল উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমীরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার তরবিয়্যত সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কুদ্দুস।
উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস, সহসভাপতি ফিরোজ আলম ভূঁইয়া, জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর হাসান মুরাদ, লালানগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. নুরুউল্লাহ, রাজানগর শাখার সভাপতি মাওলানা আলমগীর, হোছনাবাদ শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন সভাপতি ডা. নাসির উদ্দিন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্য সচিব মহিউদ্দিন বাবু, উত্তর রাঙ্গুনিয়া ছাত্র শিবিরের সভাপতি মো. আবদুল্লাহ প্রমুখ।