রাঙ্গুনিয়ায় জলবায়ু সহিষ্ণু মুরগির ঘর ও উপকরণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়নে জলবায়ু সহিষ্ণু দেশী মুরগীর ঘর ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ পোমরা গিরিজ ফকির বাড়ি প্রাঙ্গণে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন এলডিডিপি প্রকল্পের সমপ্রসারণ কর্মকর্তা ডা. কল্পনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, ইউপি সদস্য আলমগীর তালুকদার রণি, সমিতির সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মুহাম্মদ আবদুল মুনাফ। শেষে প্রতিটি ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪০টি দেশী মুরগীর ঘর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় সমিতির ৪০ জন সদস্যদের মাঝে দেশি মুরগী পালনকাজে ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পদযাত্রা