রাঙ্গুনিয়ায় ছেলের বিরুদ্ধে মাকে বেধড়ক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। গত ১ জানুয়ারি উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলানা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর দিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মা। পরে তদন্তে এসে ছেলের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম আরিফুল ইসলাম (২৭)। সেই ওই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গেলে আরিফের মা বৃদ্ধা মুজলিস বেগম অভিযোগ করে জানান, বিগত ১ বছর আগে পুত্রবধূ নাঈমা আক্তারকে (২০) তার অভিযুক্ত সন্তান বিয়ে করে। বিয়ের আগে থেকেই সে তাদের থেকে পৃথকভাবে থাকতো। বিয়ের পরেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। গত ১ জানুয়ারি দুপুরে ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু মেহমান আসলে মাকে তাদের সাথে খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ছেলের সাথে অভিমানী মা তাদের সাথে খেতে যাননি। এমনকি তার শ্বশুর বাড়ি থেকে আনা পান দিতে গেলেও মা তা নিতে অস্বীকৃতি জানান। এই ঘটনায় এদিন বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত আরিফ তার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে মাকে লাথি, কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পরও ধারালো ছুরি প্রদর্শন করে মা–বাবা ও ভাই–বোনদের মেরে ফেলার হুমকি প্রদান করে অভিযুক্ত সন্তান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।