আজ রোববার তরীকায়ে রাহে ভান্ডারের প্রতিষ্ঠাতা, দুলহায়ে হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (ক🙂 মৌলানা ছুফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ রাহে ভাণ্ডারীর বার্ষিক ওরশ রাঙ্গুনিয়ার রাজানগরে অনুষ্ঠিত হবে। ওরশে কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, গিলাফ পরিধান, নিয়াজ কোরবানি ও তাবারুক বিতরণ। রাতে অনুষ্ঠিত হবে মাইজাভান্ডারি রীতি অনুযায়ী ছামা মাহফিল। এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।