রাঙ্গুনিয়ায় চোর ধরে পুলিশে দিল জনতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় জাহাঙ্গীর নামে এক চোরকে ধরে পুলিশে দিল জনতা। গতকাল বুধবার ভোরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ব্রহ্মোত্তর এলাকায় চুরি করতে গেলে সেখানে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার জাহাঙ্গীর রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামের আবু সৈয়দের ছেলে। তার বিরুদ্ধে চুরি আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানায় পুলিশ।

জানা যায়, গতকাল ভোর পৌনে ৫টার দিকে ব্রহ্মোত্তর এলাকায় একটি চায়ের দোকানে চুরি করতে ঢুকে জাহাঙ্গীর। এ সময় দোকানদার তাকে ধরার চেষ্টা করলে পালানোর চেষ্টা করে। দোকানদারের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ধরে ফেলে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ধারালো ছুরি, লোহার লড ও তালা খোলার যন্ত্র পাওয়া গেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এর আগেও এলাকার বিভিন্ন জায়গায় চুরি করে জাহাঙ্গীর ধরা খেয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীর কাছে চাঁদা না পেয়ে কেটে নিল আড়াইশ গাছ
পরবর্তী নিবন্ধমোজাম্বিকে সংঘাতে দোকানপাট লুট, সরকারের সহায়তা চাইলেন বাংলাদেশিরা