রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল দুটি বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর।

গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোনারগাঁও হাসি সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, রান্নাঘরের মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে নুর আলম ও নবিয়া খাতুন নামে দুজনের মালিকানাধীন বাঁশের তৈরি দুটি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পূর্ববর্তী নিবন্ধসমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমরা ধন্য হই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলনে আহত ৭ জনকে পুনর্বাসন-সম্মাননা