রাঙ্গুনিয়া ঘাগড়া খালের উপর এক বছর আগে নির্মিত সেতুর গোড়ায় সাপোর্টিং ওয়াল ও সিসি ব্লক ধসের ঘটনা ঘটেছে। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে জরুরি সংস্কারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ও রাজানগর ইউনিয়নের সীমান্তবর্তী হালিমপুর বাইশ্যার ডেবা এলাকায় ঘাগড়া সেতুটি ২০২৩ সালের দিকে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ মিটার লম্বা পিসি গার্ডার সেতুটি ১৭ লাখ ৩২ হাজার ৮০২ টাকা ব্যয়ে নির্মিত হয়।
স্থানীয়রা জানান, নির্মাণের এক বছরের মধ্যে সেতুর গোড়ার সাপোর্র্টিং ওয়াল ও সিসি ব্লক ধসে যায়। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনারও আশংকা রয়েছে বলেও জানান তারা। বড় ধরনের ভাঙন ও ক্ষতি হওয়ার পূর্বে দ্রুত সেতুটি সংস্কার করার দাবি জানান স্থানীয়রা।
রহিম উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, এই সেতুটি দিয়ে প্রতিদিন পাঁচ ইউনিয়নের শত শত যানবাহন চলাচল করে। স্থানীয় কৃষক, স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা এই সেতুর উপর দিয়ে যাতায়ত করেন। সেতুর নিচ থেকে ধসে যাওয়ায় সবার মাঝে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, সেতুর গোড়ায় একটি গাছ ভেঙে পড়ে এই পরিস্থিতি হয়েছে। দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে।