রাঙ্গুনিয়ায় গ্যাসের চুলা থেকে আগুন, পুড়ল চার বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৭:১৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৩০ নভেম্বর) ভোররাতে উপজেলার শিলক ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজাপাড়া সিকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি নিয়ে যান তারা।

প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। কিন্তু এর আগেই স্থানীয় নুরুল আমিন, মো. আবুল কালাম, সেলিম সিকদার ও মো. নুরুল আজিমের মালিকানাধীন ২টি কাঁচা ও ২টি সেমিপাকা বসতঘর পুড়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হলেও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পারেন। গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের স‍‍ূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা পারকি সৈকত পরিদর্শনে দুই উপদেষ্টা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ডাকাতি হওয়া ৫২টি টমটম ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ১