রাঙ্গুনিয়ায় গোসলে নেমে পুকুরে ডুবল ২ স্কুলছাত্রী, একজনের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে নাবিলা আকতার (১১) নামে এক স্কুল ছাত্রী। সে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মো. এনামুল হকের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় পুকুরে ডুবে আহত হয়েছেন নিহতের ফুফু সায়মা আক্তার (১৪)। সে সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে ফুফু সায়মা আক্তারের সাথে নাবিলা গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন টের পেয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নাবিলাকে মৃত ঘোষণা করেন ও সায়মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত নাবিলার বাবা এনামুল হক উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক। দুই মেয়ের মধ্যে নাবিলা বড়।

পূর্ববর্তী নিবন্ধ৪শ কোটি টাকা পরিশোধ না করে ব্যবসায়ী ইছা বাদশা কানাডায়
পরবর্তী নিবন্ধফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে টিমে ১১ জন নাই