রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বজনদের দাবি হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নুর আয়েশা বেগম (২৬)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলমশাহপাড়া এলাকার প্রবাসী আবুল কালামের স্ত্রী। তার পৈতৃক বাড়ি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

গৃহবধূর স্বজন, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯ বছর আগে লালানগর ইউনিয়নের প্রবাসী আবুল কালামের সাথে একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নুর আয়শা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান হয়নি। বিয়ের কয়েকমাস পর স্বামী প্রবাসে চলে যাওয়ার পর স্ত্রী নুর আয়শা পৈতৃক বাড়িতে চলে যান। কয়েক বছর পর স্বামী দেশে আসলে আয়শা বেগমও শ্বশুরবাড়িতে চলে আসেন। এভাবে স্বামী দেশে আসলে প্রত্যেকবার আয়শা শ্বশুরবাড়ি আসেন। স্বামী বিদেশে চলে গেলে তিনিও ফিরে যান বাপের বাড়ি। বর্তমানে স্বামী বিদেশ থাকলেও গত শুক্রবার আয়শা ভাসুরের নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে শ্বশুরবাড়ি আসেন। সোমবার রাতে খাবার খেয়ে একা একটি কক্ষে ঘুমাতে যান আয়শা। পরদিন মঙ্গলবার (গতকাল) সকালে ঘুম থেকে না ওঠলে শ্বশুরবাড়ির লোকজন ডাকাডাকি করেন। তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে ননদ জান্নাতুল ফেরদৌস স্থানীয়দের সহায়তায় দরজা খুলে দেখতে পান ফ্যানের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় আয়শার নিথর দেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

গতকাল সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া থানায় গিয়ে দেখা যায়, অ্যাম্বুলেন্সে নুর আয়শা বেগমের লাশ রাখা আছে। পাশে বিষণ্ন অবস্থায় প্রবাসী ভাই মো. কালাম দাঁড়ানো। জানতে চাইলে তিনি বলেন, লাশের অবস্থা দেখে এটি আত্মহত্যা মনে হচ্ছে না। তাকে হত্যা করা হয়েছে। প্রয়োজনে হত্যা মামলা করবো।

থানায় এসেছেন নুর আয়শার মামা ইসমাইল। তিনি বলেন, মেয়ে তো শ্বশুরবাড়িতে থাকে না। কারো সাথে ঝগড়া বা বিরোধ হওয়ার কোনো চান্স নেই। স্বামী দেশে আসলে আয়শা আসেন। বুঝতে পারছি না এটি কি হলো।

পূর্ববর্তী নিবন্ধশিল্পখাতে গ্যাসের দাম দেড় গুণ বাড়ানোর প্রস্তাব
পরবর্তী নিবন্ধমহাকাশে মস্তিষ্কের কোষ দ্রুত পরিপক্ব হয়?