রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হল ছয় অবৈধ দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চার ইউনিয়নের সাথে কাপ্তাই সড়কের মিলনস্থল গোডাউন বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। যানজট প্রবণ এই স্টেশনে অভিযানকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে নির্মিত ৬টি দোকান। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইতিপূর্বে অভিযান চালিয়ে গোডাউনে সড়কের উপর চলে আসা স্থাপনার বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছিলো। এবার গোডাউনের যানজট নিরসনে সোমবার বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশের অবৈধ ৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া গোডাউন খাদ্য গুদামের সামনের অংশের খালি জায়গা সমান করে সিএনজি স্টেশন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানে সহযোগিতা করেনরাঙ্গুনিয়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও রাঙ্গুনিয়া থানার সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবিতর্ক আমাদের মেধাকে শাণিত করে