রাঙ্গুনিয়ায় খালে ডুবে এক ব্যক্তির মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় খালে ডুবে মো. হাছান সওদাগর (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাছান প্রতিদিনের মতো হাঁটতে বের হন। হাঁটার পর স্থানীয় একটি খালের ওপর ব্রিজের উপর বসলে অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান। এরপর সেখান থেকে আর উঠতে পারেননি। সেখানেই ডুবে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা বাসিন্দা আকতার হোসেন নঈমী বলেন, আছর নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে হাছান সওদাগরকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনবিদ লেখক সংবর্ধনা’ আজ