রাঙ্গুনিয়ায় শিলক খালে ডুবে এক মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নারিশ্চা গ্রামের শিলক খালের মরমের মুখ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহ আলম (৪৫)। সে ওই এলাকার ছমদ মেম্বার বাড়ির সরু মিয়ার ছেলে। একইদিন রাত দশটার দিকে স্থানীয় হাজী আজীম উদ্দিন জামে মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ রাসেল জানান, এদিন ভোর ৭টার দিকে সে ঘর থেকে বের হয় সারাদিন আর ফেরেনি। বিকালেও সে না ফিরলে আশপাশের বিভিন্ন এলাকাসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে খালে খুঁজতে গিয়ে সন্ধ্যার দিকে শিলক খালের মরমের মুখ এলাকায় তার নিথর দেহ পাওয়া যায়। পাশে একটা বদনাও ছিলো। স্থানীয়দের ধারণা খাল থেকে বদনা করে পানি নিতে গিয়ে সে পানিতে পড়ে যায়, মৃগী রোগী হওয়ায় সে আর উঠতে পারেনি। সবার অজ্ঞাতসারে সেখানেই তার করুন মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চার ভাই এক বোনের মধ্যে সে সবার বড় সন্তান ছিলো। ব্যক্তি জীবনে বিবাহিত হলেও স্ত্রীর সাথে কয়েক বছর আগে বিচ্ছেদ হয় নিসন্তান শাহ আলম।