তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পৃষ্ঠপোষকতায় রাঙ্গুনিয়া ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান ক্লাবের হলরুমে গতকাল বুধবার রাঙ্গুনিয়া ক্লাব সভাপতি মফিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা বদিউল খায়ের লিটন চৌধুরী। বক্তব্য রাখেন প্রভাষক সঞ্জয় বড়ুয়া, হোসাইন আফতাব, জগলুল হুদা, মো. রুবেল, তারেকুল ইসলাম চৌধুরী রণি, শওকত চৌধুরী, নঈমুল হক চৌধুরী, যুবলীগ নেতা লোকমান চৌধুরী প্রমুখ। শেষে কম্পিটার প্রশিক্ষণ নেওয়া ৭৩ জন প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।












