রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারে কঠিনচীবর দানোৎসব উপলক্ষে পালিত হয়েছে। এ উপলক্ষে প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের স্মৃতিচৈত্যের দ্বারোদঘাটন, কল্যাণব্রতীর সম্মাননা জ্ঞাপন ও স্বাগত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম–মিরশ্বরাই–সীতাকুণ্ড ভিক্ষু সমিতির সভাপতি ড. ধর্মকীর্তি মহাস্থবির। উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ নন্দশ্রী ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন বিহার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সুমঙ্গল মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন সুমন তালুকদার এবং রঞ্জন বড়ুয়া।