রাঙ্গুনিয়ায় ওরশের মেলায় জুয়ার আসর, মারামারিতে দুই তরুণ আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ওরশে বসা মেলায় জুয়ার আসরে মারামারির ঘটনায় দুই তরুণ আহত হয়েছে। তাঁরা হলেনইমাম হোসেন (১৭) ও মো. মিনহাজ (২০)। তাঁদের বাড়ি উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিনগত রাত ১টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাগলা মামার মাজারে ওরশ উপলক্ষে বসা মেলার জুয়ার আসরে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, ওরশে জুয়ার আসরে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় ইমাম ও মিনহাজকে মেলার এক পাশে রাতের আঁধারে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে লোকজন এগিয়ে গেলে আক্রমণকারীরা পালিয়ে যায়।

ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব ওরশে কোনো জুয়ার আসর বসেনি দাবি করে বলেন, ‘ এটি ওরশের কোনো ঘটনা নয়। বাইরের লোকজন পূর্ব শত্রুতার জেরে মেলায় এসে মারামারি করেছে।’ মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, ‘মেলায় আসা দুইজনকে বেশি মারধর করেছে শুনেছি। কিন্তু এটি বাইরের ঘটনায় হয়েছে। ওরশের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।’

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. জহির বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনাটি কারা করেছে খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅর্ধেকে নামলো পেঁয়াজের দাম