রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে মরহুম ওয়ায়েস কাদের স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গতকাল পদুয়ার নাফিতপুকুরিয়া ব্রীজঘাটা মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় নারিশ্চা ফুটবল একাদশ ২–১ গোলে ব্রাইট স্টার ক্লাব ব্রীজঘাটাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। এই খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য খামারি সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাদক্ষ দুলাল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মাস্টার সাবের আহমদ, প্যানেল চেয়ারম্যান জাহিদ হাসান তালুকদার, সদস্য সেলিম উদ্দিন, মোজাম্মেল হক, একে খান, ইউপি সদস্যা শামীমা আক্তার, সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দিন মহির, পদুয়া ইউনিয়নের সভাপতি মো. রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী লেদু, মুন্না আজাদ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, যুবলীগ নেতা মো. সাকিব, মো. লোকমান, মো. হান্নান, সেচ্ছাসেবকলীগ নেতা তারেক সোহেল, শওকত আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত রুবেল, সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক এলাহি, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, মো. ইদ্রিস, মো. শরফুদ্দীন, মো. সুফিয়ান, মো. অভি, মো. সুমন, মো. জাহেদ, মো. ইউসুফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নুনু বাদশা, মো. রাহাত, মো. সাজ্জাদ, মো. জুয়েল প্রমুখ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
        











