রাঙ্গুনিয়ায় এওয়াকের এডভোকেসি সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

এনজিও সংস্থা এওয়াকের চাইল্ড ইম্পাউরমেন্ট প্রোগ্রামের আওতায় ও লিলিয়ানী ফাউন্ডেশন এবং সিডিডির আর্থিক সহায়তায় রাঙ্গুনিয়ায় ভিন্নভাবে সক্ষম (প্রতিবন্ধী) শিশুদের একীভূত শিক্ষা বিষয়ক এডভোকেসি সভা গত বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

এওয়াকের ইছামতী ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী। এওয়াকের কর্মকর্তা সঞ্জিত কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আল আজাদ, উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মো. ওবায়দুল হক, প্রকৌশলী তাওহিদুল আলম, শিক্ষক জাহাঙ্গীর আলম, মুক্তি সাধান বড়ুয়া, মো. খিজির হায়াত, সমাজসেবক মো. নূরুল আলম (আলী), মাহবুব আলম, এওয়াকের কর্মকর্তা সমীর বড়ুয়া শিমুল, থেরাপিস্ট রেজাউল করিম, সিবিআর কর্মকর্তা মাহবুবুল আলম, এপিটি লাভলী বড়ুয়াসহ ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাভাবিক শিশুদের ন্যায় একীভূতভাবে পড়াশোনা নিশ্চিতে অতিথিবৃন্দ নিজেদের মতামত তুলে ধরেন। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থী অধিকার আদায় ও পড়াশোনা নিশ্চিতে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান অতিথিবৃন্দ। শেষে কয়েকজন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দেব