রাঙ্গুনিয়ায় উন্মুক্ত জলাশয়ে ৭৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় উন্মুক্ত জলাশয়ে ৭৫০ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গত ৯ জুলাই কুলকুরমাই খাল, নঈলে খাল, মাহফুজ খাল, হরিণে খাল সংযোগমুখ, মরিয়মনগর চৌমুহনী মুন্দরী খালের উন্মুক্ত জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের চলমান ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (মৎস্য অধিদপ্তর) আওতায় পোনামাছ অবমুক্ত কার্যক্রম গ্রহন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন, সমবায় অফিসার পার্থ কান্তি বিশ্বাস, মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী, মৎস্য দপ্তরের ফিল্ড এসিসট্যান্ট মো. ওবাইদুল হক, প্রকল্পের লিফ ক্যচিংনু মারমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরু সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, ভোগান্তি
পরবর্তী নিবন্ধসিএন্ডবি এফআইডিসি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন