রাঙ্গুনিয়ায় ক্রিকেট একাডেমি আয়োজিত উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট আগামী ৬ জানুয়ারি রাঙ্গুনিয়া হাই স্কুল মাঠে শুরু হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে সুদৃশ্য ট্রফি ছাড়াও আকর্ষণীয় প্রাইজমানি দেয়া হবে। এ ছাড়াও প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা বোলার, সেরা ব্যাটার, সেরা ক্যাচ, সেরা সুশৃঙ্খল দল, সেরা দর্শকের পুরষ্কারও দেয়া হবে।অংশগ্রহণে আগ্রহী দলসমূহকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২৫০১ টাকা এন্ট্রি ফিসহ টুর্নামেন্টের আহবায়ক ইকবাল আহমেদ বেলাল (০১৮৪৩–৭৭০৭১৭) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।