রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের তাফসীরুল কুরআন মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ইউনিয়নের গোচরা চৌমুহুনী বাজার প্রাঙ্গণে শনিবার (২৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান। পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি এস এম আবদুল কাদের আলকাদেরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম আলকাদেরী। তাফসীর পেশ করেন মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী।

মোহাম্মদ মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরী, তাফসিরুল কুরআন মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ ছানাউল্লাহ, সদস্য সচিব মুহাম্মদ ফারুক শাহ, ইকবাল হোসেন, বেলাল উদ্দিন, জাহেদুল হক, আবদুর রহিম, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চলন্ত ট্রাকে আগুন
পরবর্তী নিবন্ধএসো আলোর পথের দ্বি-বার্ষিক নির্বাচন