রাঙ্গুনিয়ায় ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার একটি ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় বিশেষ পদার্থ ব্যবহার করে গ্যারেজের তালা ভেঙ্গে প্রায় দশ লক্ষ টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে গ্যারেজে গেলে চুরির ঘটনা বুঝতে পারেন ভুক্তভোগী মালিক। তিনি ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পূর্ব নতুনপাড়া এলাকায় আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রীর একটি ইলেকট্রিক্যাল গ্যারেজের তালা ভেঙ্গে মূল্যবান মালামাল লুট করা হয়।

ভুক্তভোগী আব্দুল সবুর বাচ্চু বলেন, বাস, ট্রাক, জীপ ও মাইক্রোসহ বিভিন্ন পরিবহনের নতুন ও পুরাতন মূল্যবান যন্ত্রাংশ গ্যারেজে রাখা হয়। সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙে এসব নিয়ে যায়। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১২ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগাং সাগরিকার বৃত্তিমূলক প্রশিক্ষণ উদ্বোধন