রাঙ্গুনিয়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫ at ৭:৪০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিলীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০) নামে আরও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জাযায়, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এসময় মোটরসাইকেল চালক ও সিএনজি অটোরিক্সার দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পথে দিলীপ বড়ুয়ার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রলীগ ও আ.লীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধআগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা !