রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে এক বসতঘর। গত শুক্রবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওয়াহেদ আকবর পাড়ার আব্দুল করিমের বসতঘরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান, আগুনে ছয় কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধহযরত মওলা আলী (আ.) স্মরণে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান