রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন বসতঘর এবং একটি খড়ের গাদা। গতকাল রোববার ইসলামপুর ও বেতাগী ইউনিয়নে পৃথক এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ইসলামপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, এদিন বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুরের সাহেব নগর টিলা পাড়া নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় মো. রাশেদ, মো. জাহাঙ্গীর ও মো. ছরোয়ারের মালিকানাধীন টিন ও বেড়ার তৈরি তিন বসতঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমদিকে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পরে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এলে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে মো. হাকিম ও যুবদল নেতা নিজাম উদ্দিন নামে স্থানীয় দুই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অগ্নিকাণ্ডে অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক জাহেদুর রহমান জানান, বেতাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুনগুণিয়া এলাকায় মো. কামাল নামে ১ ব্যক্তির মালিকানাধীন খড়ের গাদা পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
ইসলামপুরের অগ্নিকাণ্ডে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।