রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল দুটি সেমি পাকা বসতঘর। গত শুক্রবার রাতে সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব সরফভাটা কাজীরখীল এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নির্বাপনের সময় সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করেন। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, ওই এলাকার নবাব মিয়া সোনা মিয়ার বসতঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুই ব্যক্তি ও তাদের সন্তানদের একাধিক কক্ষ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।