রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। গত সোমবার ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন শেষে ২ পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা হাসান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. নুরুউলাহ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম, মো. খোরশেদ আলম, মহিউদ্দিন বাবু, মীর জুলআছ, মোহাম্মদ আবদুল্লাহ, রমিজ উদ্দিন, মো. মহিউদ্দিন প্রমুখ।উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় লালানগর পাল পাড়া এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিক্ষক উজ্জল মালাকার ও আশু মালাকারের ঘর পুড়ে যায়।