রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন রাত সাড়ে ৭টার দিকে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। তার নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় সন্তান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এই ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম সিফাতুল মাজদার মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজ মুদি দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে যখম করে চলে যায়। এমনকি তারা যাওয়ার পরও স্থানীয়রা দীর্ঘক্ষণ ভয়ে কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলো বলে পরিবারের লোকজন জানান। তবে কারা করেছিলো সেই ব্যাপারে আতংকে মুখ খুলছেন স্বজনরা। একই সময় আরও এক প্রবাসীকেও হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেছিলো বলে জানান স্থানীয়রা।
এদিকে গত কয়েক বছরের ব্যবধানে সরফভাটা মীরেরখীল এলাকায় অন্তত ত্রিশটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত এক সপ্তাহ আগেও মো. নাছের নামে এক লেবু ব্যবসায়ীর হাতের কব্জি থেকে কেটে বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। এর কয়েকদিন পর রাতের আধারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন বড়খোলাপাড়া এলাকার তিন যুবক। প্রায় প্রতিরাতে গুলির শব্দ শুনতে পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।