রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ জনতা। সোমবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড রশিদিয়া পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসেন।

এ সময় তার কাছ থেকে একনলা একটি (৫০” লম্বা) বন্দুক জব্দ করা হয়। তার নাম মো. শওকত (২৮)। সে ওই এলাকার মোকাম মেম্বার বাড়ির আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় স‍ূত্র জানায়, গত রোববার রাতে অবৈধ বালি দখলকে কেন্দ্র করে গ্রেফতার শওকত ও তার সহযোগিদের সাথে একই এলাকার অপর কিছু যুবকের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে মোটরসাইকেল যোগে অস্ত্রহাতে ঘটনাস্থলে এলে স্থানীয় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেন এবং অস্ত্রসহ হাতেনাতে ধরে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃত শওকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। কাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের নিচে বাইক, প্রাণ ঝরলো ফটিকছড়ি সড়কে
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতা আটক