রাঙ্গুনিয়ায় অর্ধ ডজন হত্যা মামলার এক পলাতক আসামিকে প্রায় ১০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মোসলেম মিয়া ওরপে মোসাল্লীয়া ওরপে মশ্যাইল্যা (৫২)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আল আমিন পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে। গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তর করা হলে গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে ইসলামপুর ৪নং ওয়ার্ড এলাকার দরিদ্র কৃষক সোনা মিয়া হত্যা, গাবতল মাইক্রো চালককে ডাকাতি করতে গিয়ে গুলি করে হত্যা, ২০০৩ সালে রাঙামাটি পার্বত্য জেলার যুবলীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী হত্যা মামলা এবং ১৯৯৬ সালে সালেহ আহমদ হত্যা মামলাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ আরও একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। সর্বশেষ ২০১৩ সালে রাণীরহাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার পর থেকে সে এলাকা ছেড়ে চলে যায়। এরপর দেশের পট পরিবর্তন হলে সে এলাকায় ফিরে আসে।
র্যাব–৭ সূত্র জানায়, তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলার পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার বলেন, পরোয়ানাভুক্ত ওই আসামিকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।