তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙ্গামাটি জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার (অ.দা.) হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার সুরিত কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ উদ্দিন ছোটন, সফিকুল ইসলাম চৌধুরী, নির্মল বড়ুয়া, হেফাজত উল বারী সবুজ, হৃদয় চাকমা, রাঙামাটি ডিএফএ এর সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাবেক ফুটবলার নিখিল কান্তি দে। টুর্নামেন্টে মোট ১২টি কলেজ অংশগ্রহণ করেছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা লাভ করবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি ৩৫ হাজার টাকা ও রানার্সআপ দল প্রাইজমানি ২৫ হাজার টাকা পাবে।











