তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সেপাক টাকরো টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ৩০ ডিসেম্বর বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ঘাগড়া উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ঘাগড়া উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় বৌদ্ধ সাহিত্য ও সংস্কৃতি সংসদ।











