রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে করোনা শনাক্ত হয়েছেন ৮০ জন। তাদের মধ্যে রাঙামাটি সদরে ৫৫ জন, আর সদরের বাইরের বিভিন্ন উপজেলার ২৫ জন।
এদিকে, আজ মঙ্গলবার (২৭ জুলািই) জেলার বিলাইছড়িতে করোনায় এক মহিলার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় ২২৯টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৯৩%।
আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরে ৫৫ জন, লংগদু ৬ জন, কাপ্তাইয়ে ৬ জন, কাউখালীতে ৫ জন, বিলাইছড়িতে ৪ জন, বরকলে ৩ জন ও রাজস্থলীতে ১ জন।
রাঙামাটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন। করোনা আক্রান্ত হয়ে রাঙামাটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২ জনের।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, “গত ২৪ ঘন্টায় ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে আছেন ১৭ জন।”
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।












