রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষকঅভিভাবক মতবিনিময় সভা গতকাল শনিবার বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার। নতুন কারিকুলাম, শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম, শিখন মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের কাছে তুলে ধরেন জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, শিক্ষক সুশান্তময় চাকমা, মোস্তাক আহমেদ ও মো. আহসান উল্লাহ। বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, সাংবাদিক বিহারী চাকমাসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। সভায় রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। শিক্ষক সংকটের কারণে পাঠদান ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মানসম্মত শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এতে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনাম হারাতে বসেছে বলেও উল্লেখ করেন বক্তারা। দ্রুত শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান শিক্ষক ও অভিভাবকরা।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম
পরবর্তী নিবন্ধবেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের মানববন্ধন