রাঙামাটি শহরে আগুনে পুড়ল ৪ দোকান

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের তবলছড়ি বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে তবলছড়ি বাজার কালী মন্দিরের সামনে ঘটনা ঘটেছে। আগুনের ঘটনার খবর পেয়ে দমকলবাহিনীর একটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় দোকান মালিক মিঠু জানান, রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় যাই। মধ্যরাতে লোকজন আমাকে খবর দিলে দোকানে এসে দেখি পুরো দোকান আগুনে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে। চারটি দোকান আমাদের পরিবারের দোকান। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপপরিচালক মো. আনছার জানান, আমরা সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচসিক মেয়রের সাথে সূফিবাদী ঐক্য ফোরামের মতবিনিময়