রাঙামাটি- রোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

পর্যটন শহরের সৌন্দর্য বর্ধনে বান্দরবানে নবনির্মিত আধুনিক রাঙামাটিরোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পৌরসভার বালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালের ফলক উন্মোচন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে ৪০ লাখ টাকা ব্যয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, পৌর মেয়র মো. শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, লক্ষী পদ দাস, আব্দুল কুদ্দুছ, কাউন্সিলর অজিত দাস, জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তবে অবকাঠামো গড়ে তোলার চেয়ে রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। সরকারী অর্থায়নে উন্নয়ন কর্মকান্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র নিজেরে নেতা দাবি করলেই হবেনা, সুশিক্ষায় শিক্ষিত মানবিক নেতা হয়ে দেশের কল্যানে এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআমরা মুক্তিযোদ্ধার সন্তান, মীরসরাই উপজেলার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে হবে