রাঙামাটি রেটিং দাবা টুর্নামেন্টে আমিনুল ইসলাম চ্যাম্পিয়ন

| সোমবার , ৩০ জুন, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ রাঙামাটি জেলার আয়োজনে ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সহযোগিতায় ১ম রাঙ্গামাটি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে আমিনুল ইসলাম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ খেলায় ৫.৫ পয়েন্ট পান। সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকে পিছিয়ে থাকায় শেখ রাসেদুল হাসান রানার্স আপ হয়েছেন। ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকের মাধ্যমে মুজিবুর রহমান ৩য়, মোহাম্মদ জাকারিয়া ৪র্থ স্থান অর্জন করেন। ৪.৫ পয়েন্ট পেয়ে শফিকুল ইসলাম ৫ম, মীর্জা আরিফুর রহমান ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ৪ পয়েন্ট পেয়ে রবিউল হোসেন ৭ম, দীবাকর চাকমা ৮ম, অভিক সরকার ৯ম ও ফয়সাল হোসেন ১০ম স্থান অর্জন করেন। অনূর্ধ্ব১৮ বিভাগে তাতুল চাকমা, মহিলা বিভাগে উন্মিয়া বিন্তে ইউছুপ লুবাবা, সিনিয়র বিভাগে মঞ্জুর আলম, নন রেটিং বিভাগে সুমন্ত চাকমা, রেটিং ১৪০০১৬৯৯ বিভাগে ফিদে রসুল,রেটিং ১৭০০১৮৯৯ বিভাগে খাইরুল ইসলাম, রাঙামাটি জেলার মধ্যে নীরু চাকমা ১ম,সুজন চাকমা ২য়,দীপেন চাকমা ৩য়, এসিপিবি রাঙামাটি বিভাগে দীপংকর চাকমা সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে নগদ অর্থ পুরস্কার সহ ট্রফি বিতরণ করা হয়। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসিপিবি রাঙ্গামাটি সভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান বিচারক ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, ভেন্যু প্রধান ও রানী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক এসিপিআর সহসভাপতি আনোয়ারুল আল হক, টুর্নামেন্টের ডেপুটি আরবিটার নুরুল আমিন,সিসিপিএ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সুলতান প্রমুখ। এই দাবা টুর্নামেন্টে ২৬জন রেটেড দাবাড়ু সহ মোট ৫৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধটিভি আম্পায়ারের সমালোচনা করায় শাস্তি পেলেন ড্যারেন স্যামি
পরবর্তী নিবন্ধসিসিএল এম এ নুর স্মৃতি র‌্যাপিড দাবা টুর্নামেন্ট সম্পন্ন