রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল করার দাবি

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৩:৪৪ পূর্বাহ্ণ

রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণসহ তার পরিবারকে সরকারি চাকরি দেয়া ও পুনর্বাসন করার দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পৌর শাখা। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি মেডিকেল কলেজের গেইটের সামনে এ মানববন্ধন করেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি পৌর সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সোলায়মান, হুমায়ুন কবির, মো. হাবীব আজম, রেজাউল ইসলাম, রিয়াজ, রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শহীদ মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করার এবং তার পরিবারকে পুনর্বাসন করতে করে ও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন,অবিলম্বে মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে, অন্যথায় পিসিসিপি আন্দোলনে নামতে বাধ্য হবে। উল্লেখ্য,২০১৫ সালের ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের সামপ্রদায়িক সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয় মনির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধআজিমনগর উচ্চ বিদ্যালয়ে মাইজভাণ্ডারী যুব ফোরামের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ৪ সপ্তাহ সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করতে পারবেন না ২ আইনজীবী