রাঙামাটি পৌর এলাকার শতাধিক পাহাড়ি ও অসহায় মানুষের হাতে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। খাদ্য সহায়তা হিসাবে এসময় প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি লবণ প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলামের দিক নির্দেশনায় এসব ত্রাণ তুলে দেন সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রেজাউল করিম, রাঙামাটি জোনের অ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. নাছমুছ ছাকিব।
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় তাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মেজর রেজাউল করিম।












