রাঙামাটি পৌর আ. লীগ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনছুর আলীসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার এলাকা থেকে মনছুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া পৃথক অভিযানে সদর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি শাহজাহান মাঝি এবং পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাাদক মাওলা মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কোতোয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

ওসি সাহেদ উদ্দিন জানান, অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে রাঙামাটি জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত শনিবার রাত থেকে গাজীপুরসহ দেশজুড়ে অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাঙামাটি জেলার আওয়ামী লীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এক মাস পর টিসিবির ট্রাকসেল আজ শুরু
পরবর্তী নিবন্ধহাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই : দেশে ফিরে ফখরুল